Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৯-২০২৩, সময়ঃ রাত ০৯:০১

গাইবান্ধায় হঠাৎ ইটভাটায় নামলো হেলিকপ্টার (ভিডিও)

গাইবান্ধায় হঠাৎ ইটভাটায় নামলো হেলিকপ্টার (ভিডিও)

নিজস্ব প্রতিবদেক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গাইবান্ধায় হঠাৎ করে একটি হেলিকপ্টার অবতরণ করেছে। ঢাকা থেকে রোগী নিয়ে আসা হেলিকপ্টারটি রংপুরের দিকে যাচ্ছিল। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলেএটি অবতরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে হেলিকপ্টারটি গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ি এলাকার ফুল মিয়ার ইটভাটায় অবতরণ করে। এসময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সেইসঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। তবে অবতরণের প্রায় ৩০ মিনিট পরেইসেটি রংপুরের উদ্দেশ্যে উড়াল দেয়। এ খবর ছড়িয়েপড়লে তা দেখতে সেখানেভিড় জমায় শত শত নারী-পুরুষ। 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, মেঘলা আকাশ, সেইসাথে গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি ওই ইটভাটায় জরুরিঅবতরণ করে। পরে আধা ঘণ্টা পরেই সেটি আবারও রংপুরের উদ্দেশে উড়াল দেয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad