Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪১

গাইবান্ধায় সোনালিকা ট্রাক্টরের ডেলিভারি উৎসব

গাইবান্ধায় সোনালিকা ট্রাক্টরের ডেলিভারি উৎসব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মাটি সোনালিকার ঘাটি, কৃষকের ডক্টর সোনালিকা ট্রাক্টর- স্লোগানে গাইবান্ধায় এসিআই কোম্পানির আয়োজনে সোনালিকা ডে-২০২৩ ডেলিভারি উৎসব উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সদর উপজেলার খোলাহাটির কুমারপাড়ায় এই ডেলিভারী উৎসব, বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে গ্রাহক সেবার জন্য ট্রাক্টর চালক ও মালিকদের চেক-আপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে একটি চেক-আপ বুথ খোলা হয়। এ ছাড়া অন্যান্য বুথগুলোর মধ্যে রয়েছিল, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথসহ মোট ছয়টি বুথ খোলা হয়। 

দিনব্যাপী কোম্পানির নিজস্ব মেকানিক ও ইঞ্জিনিয়ারদের দ্বারা ৮০ ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এছাড়াও সোনালিকা ডে উপলক্ষে যারা ট্রাক্টর বুকিং দিয়েছেন তাদের জন্য একটি করে আকর্ষণীয় স্মার্টফোন উপহার হিসেবে প্রদান করা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র টেরিটরি ম্যানেজার রফিকুল করিম। সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস মোহাম্মাদ তাজনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রিজিওনাল, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রশিদ লিটন। 

স্থানীয় ডিলার পরিবেশক ওয়াহেদুজ্জামান সরকার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার জুয়েল রানা। চালক ও মালিকদের মাঝে বিনোদনের জন্য বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই খেলাসহ নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad