নিজস্ব প্রতিবেদক ►
সারাদেশের ন্যায় গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ বোর্ডের অধিনে প্রথম দিন বাংলা প্রথমপত্র, কারিগরিতে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার প্রথম দিন সকালে গাইবান্ধার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান ও পুলিশ সুপার মো: কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, এনডিসি জুয়েল মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, গাইবান্ধা সহকারি সমাজসেবা অফিসার শহিফুল ইসলাম, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডল প্রমুখ।
জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গাইবান্ধার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়সহ গাইবান্ধা শহর ও সদর উপজেলার মোট ৭৩টি কেন্দ্রে ৩৫ হাজারের বেশি পুরুষ ও নারী শিক্ষার্থী অংশ নিয়েছে। অপরদিকে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার হলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই। কিছুটা অন্ধকার নিমজ্জিত ঘরে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা এবং দায়িত্বে খামখেয়ালিপনার কারণে খাইরুল ইসলাম নামে আমার বাংলা বিদ্যাপীঠ এর শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক মো: অলিউর রহমান।
অন্যদিকে, নিজের সন্তানকে পরীক্ষা কেেেন্দ্র পৌঁছে দিয়ে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে পরীক্ষা কেন্দ্রের গেটে, রাস্তায় ও ফুটপাতে। এতে করে এক মিলন মেলায় পরিনত হওয়ার দৃশ্য চোখে পড়ে। অভিভাবকদের মধ্যে খোঁজ গল্প জমে উঠে। কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, কেউবা আবার ব্যবসায়ী।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৩শ ৭৬জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছে।
এ প্রসঙ্গে গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান বলেন, সারাদেশের ন্যায় গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার ৭৩টি কেন্দ্রে মোট ৩৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।