Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৬

গাইবান্ধায় শেষ হলো তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা

গাইবান্ধায় শেষ হলো তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে। 

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার নশরতপুরে অবস্থিত গণ উন্নয়ন কেন্দ্র নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের সনদ প্রদান করেন প্রধান অতিথি  গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর গাইবান্ধা  প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান।

৩ দিনের কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

তিনদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন আফরিন মিম, ইউনিসেফের চন্দন কুমার লাহিড়ী ও নাজনিন পাপ্পু।

এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ জন  অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad