Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩১

গাইবান্ধায় রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে আজ রবিবার দুপুরে জেলা রাজস্ব সভাসহ আশ্রয়ন প্রকল্প, গুচ্ছ গ্রাম, কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী। 

সভায় বিভিন্ন হাট-বাজার এবং নদী দখল করে যেসব অবকাঠামো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে তা দ্রুত উচ্ছেদ এবং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, আশ্রয়ন প্রকল্পের আওতায় ৭ হাজার ৫৯৬টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে পুনর্বাসন এবং ৭২টি গুচ্ছ গ্রামের ২ হাজার ৯৫১টি পরিবারকে বাসগৃহ দেয়া হয়েছে। 

সভায় এসব পরিবারের শিশুদের শিক্ষাদানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণযোগ্য যুবকদের যুব অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের সৃষ্টির ব্যবস্থা করার উপর গুরুত্ব দেয়া হয়। সভায় গাইবান্ধার সাত উপজেলা রাজস্ব কর্মকর্তা (এসিল্যান্ড), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সাংবাদিক এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad