নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় এই প্রথম আইএফআইসি ব্যাংকের আয়োজনে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের নিউ মার্কেট এলাকার ফিরোজা মার্চেন্ট প্লাজায় ব্যাংকে এ উৎসব ঘিরে গ্রাহক ও শুভানুধায়ীদের মিলন মেলা ঘটে। আয়োজনে ছিলো আলোচনা ও বাহারী রকমের শীতের পিঠা ও মাংস রুটি।
গ্রাহক ও শুভানুধায়ীরা বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে যেমন সবার সাথে দেখা হওয়ার একটা সুযোগ তৈরি হয়, তেমনি সবার সাথে সবার আন্তরিকতা বাড়ে। প্রতি বছর এরকম আয়োজনের দাবি গ্রাহক ও শুভানুধায়ীদের। অন্যদিকে আইএফআইসি ব্যাংক গাইবান্ধার শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন জানালেন, আমাদের এ ধারা অব্যাহত থাকবে।