শহর প্রতিনিধি►
পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের গোডাউন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত বৃদ্ধার দাফনকার্য সম্পন্ন হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের সার্বিক সহযোগিতায় আঞ্জুমান মফিদুল ইসলাম এবং গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে ওই বৃদ্ধাকে আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।
জানা যায়, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হন। খবর পেয়ে হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম সিদ্দিকের সহযোগিতায় নিহত বৃদ্ধার মরদে হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার সকালে গাইবান্ধা সদর হাসপালে ময়নাতদন্ত শেষে দুপুরে গাইবান্ধা পৌর গোরস্থানে নিহত ওই মহিলার দাফন কার্য সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম সিদ্দিক, আন্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধার উপ-পরিচালক শাহজাহান খন্দকার, গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি এ.কে.এম সালাহ উদ্দিন কাশেম, সাধারণ সম্পাদক কায়ছার প্লাবন প্রমুখ।