Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:০৪

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক►

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যে গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক স্টল প্রদর্শনী, রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে সিভিল সার্জন, গাইবান্ধা।

দিবসটি উপলক্ষে আজ (রবিবার, ২৬ জানুয়ারি) সকালে গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আফসারী জাহান আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, বক্ষব্যাধী ক্লিনিকের কনসালট্যান্ট ডা. মেহেদী হাসান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবুল আজাদ মন্ডল, ডিস্ট্রিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আসিফ জামান, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র হেলথ এন্ড এডুকেশন অফিসার মো. আমিরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মো. মোস্তাকিম বিল্লাহ, টিএলসিএ মো. আইনুল হক সরকার। 

এসময় আরও বক্তব্য দেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার কেশব চন্দ্র রায় ও এরিয়া ডেভেলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম। এছাড়াও ফিল্ড ফ্যাসিলিটেটর গোপাল চন্দ্র রায় ও বিনয় কুমার রায়সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ একটি প্রাচীনতম রোগ। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তারা বলেন, এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। জেলা পর্যায় ছাড়াও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলেও সভায় জানানো হয়। 

এদিকে দিবসটি উপলক্ষে কুষ্ঠরোগ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে গাইবান্ধা পৌরপার্কে সচেতনতামূলক স্টল প্রদর্শনী এবং শহরে মাইকিং করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad