নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজ সূর্যাদয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা হয়।
এরপরই বিজয় স্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক-সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও সকল সরকারী, আধা-সরকারী সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
এছাড়াও দিনব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা, মুক্তিযোদ্ধা সম্মাননা, হাসপতাল, কারাগার ও এতিমখানায় খাবার পরিবেশন, শিশুদের চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের উপর রচনা প্রতিযোগিতা,শপথ গ্রহণ ও স্বাধীনতা যুদ্ধের উপর চলচিত্র প্রদর্শিত হবে।