Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৭-২০২৩, সময়ঃ রাত ০৯:১০

গাইবান্ধায় প্রতিবিম্ব সাহিত্য পরিষদের প্রকাশনা উৎসব

গাইবান্ধায় প্রতিবিম্ব সাহিত্য পরিষদের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় "প্রতিবিম্ব সাহিত্য পরিষদ" এর উদ্যোগে শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলা পরিষদের হলরুমে কাসেম ইয়াসবীরের সভাপতিত্বে এবং অঞ্জলী রাণী দেবী ও নাবিল আহমেদের উপস্থাপনায় কবিতা ও উপন্যাসের মোড়ক উন্মোচন, আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

উক্ত আসরে অতিথি ছিলেন মাজহারউল মান্নান, সমির কুমার সরকার, গোবিন্দলাল দাস, সুলতান উদ্দিন আহমেদ, নাসরীন সুলতানা রেখা, সুশান্ত কুমার দেব প্রমুখ। 

উল্লেখ্য, এই প্রকাশনা অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলা থেকে আগত শতাধিক কবির উপস্থিতিতে এক আনন্দঘন মুহুর্তে লেখক সেকেন্দার আযম আনামের ‘হাওয়াই মিঠাই’, ‘তামাশা’ ও ‘ধূসর গন্তব্য’ উপন্যাস কবি ও নাট্যকার ময়নুল হোসেনের আধুনিক যাত্রাপালা ‘চন্দন মালা’, কবি আব্দুল লতিফের ক্ষণিকের মুসাফির, লেখক এ কে এম আব্দুল মতিনের আমি কিশোরী হলাম এবং কবি রাসেল আহমেদ এর বিসর্জন, কবি শুভদ্বীপের কাব্যিক এবং কবি কাসেম ইয়াসবীর এর ছুঁয়ে দাও বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

অতিথিরা তাদের জ্ঞানগর্ভ আলোচনায় গাইবান্ধার সাহিত্য চর্চার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। অতপর প্রতিবিম্ব প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত বিভিন্ন বইয়ের কবি ও লেখকদের প্রকাশনী স্মারক দিয়ে সম্মানিত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad