Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৭

গাইবান্ধায় নিখোঁজের পরের দিন কিশোরের লাশ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের পরের দিন কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর ঘাঘট নদীর পার্শ্বে আখ ক্ষেত থেকে জিসান মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুবৃত্তরা তাকে গলাটিপে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চকিদারের খেয়াঘাট সংলগ্ন রাজা মিয়ার ঘাসের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিসান মিয়া উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর-মীরপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা ৬ টার দিকে রাজা মিয়া নামের এক কৃষক তার ঘাসের জমিতে যান। এসময় জমিতে জিসানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

গাইবান্ধা সদর থানার (ওসি) মাসুদুর রহমান জানান, ওই স্থানে লাশের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার পরবর্তী মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad