নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দৈনিক করতোয়ার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) সকালে গাইবান্ধা প্রেস ক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক মাধুকর সম্পাদক কেএম রেজাউল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাব প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহ-সভাপতি দীপক কুমার পাল, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, নির্বাহী সদস্য এবিএম আব্দুস ছাত্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, প্রেস ক্লাব সদস্য আবু কায়সার শিপলু, দৈনিক করতোয়ার সাদুল্যাপুর প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রতিনিধি মো. শাহজাহান মিঞা, পলাশবাড়ী প্রতিনিধি মনজুর কাদির মুকুল, মহিমাগঞ্জ প্রতিনিধি মনজুর হাবীব মনজু, ফুলছড়ি প্রতিনিধি আমিনুল হক, সাঘাটা প্রতিনিধি জয়নাল আবেদীন, আজকের দর্পন প্রতিনিধি শামসুল হক, জনসংকেত স্টাফ রিপোর্টার শাহীন নুরী, সাংবাদিক সুমন, সাপ্তাহিক পলাশবাড়ী সম্পাদক উত্তম কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিটিভি প্রতিনিধি আবেদুর রহমান স্বপন।