নিজস্ব প্রতিবেদক ►
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সদর উপজেলা পরিষদ সৌহাদ্য সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা, দ্বিবার্ষিক পুষ্টি সমন্বয় এক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং সঙ্গ প্রকল্প আরডিসিআরএস এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সাঈদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল সাকিব, ডা: আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার, ইউএফপিও মোছা. মাহবুবা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবু সাঈদ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ইদু, আবুল কালাম আজাদ, সাইদুজ্জামান সরকার, মশিউর রহমান, মাছুম হক্কানী, সৈয়দ মো. রাসেল, সাংবাদিক উত্তম সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মুক্তা রাণী রায় ও তানজিম সুলতানা। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪০ জন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।