Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৯-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৫

গাইবান্ধায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

গাইবান্ধায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ আয়োজন করে।

গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম। এছাড়াও এ সময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

এদিন এ প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের ফাইনালে আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কচুয়ার খামার উচ্চ বিদ্যালয় দল।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। মোট ১৫টি ইভেন্টে এতে অংশ নেয় সদর উপজেলার সব স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad