নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় ফ্রেন্ডসিপ ইনক্লসিপ সিটিজেন সিপ এর উদ্যোগে আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাদ্য নিরাপওায় জনগনের নিজস্ব উদ্ভাবনীমুলক কার্যক্রমে ফ্রেন্ডসীপের সহায়তায় শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক মো.শরিফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান, ফ্রেন্ডসীপ ইনক্লসিপ সিটিজেন সিপের সহকারী পরিচালক আহমেদ তৌফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার মো. নাজমুল হোসেন, সহকারী ব্যবস্থাপক (আইন) আশিকুজ্জামান, সহকারী ব্যাস্থাপক মো. রেজোয়ানুল হক, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক আবেদুর রহমান স্বপন, গিদারি ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, মোল্লারচর ইউপি চেয়ারম্যান মো. সাইদ্দুজ্জামান সরকার, কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ ।
বক্তারা বলেন, খাদ্য নিরাপওার জন্য বর্ষাকালীন সময়ে চরাঞ্চলে উৎপাদিত খাদ্য শষ্য সরকারী ব্যাবস্থপনা ছাড়াও নিজ নিজ উদ্যোগে খাদ্য শষ্য সংরক্ষনে ফ্রেন্ডসিপ ইনক্লসীপ সিটিজেন সীপ সহায়তা করবে এবং এ জনসচেতনা সৃষ্টি করা হবে।