Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩০

গাইবান্ধায় কৃষক সমিতি’র বিক্ষোভ

গাইবান্ধায় কৃষক সমিতি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ►

১৫০০টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, সারের বর্ধিতমূল্য প্রত্যাহার, বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় কৃষক সমিতি'র বিক্ষোভ।

শনিবার (১৫ মে) বেলা ১২টায় শহরের ১নং রেল গেইটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,  বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর মন্ডল প্রমুখ। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির নেতা এমদাদুল হক মিলন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার। 

বক্তারা বলেন, সরকার দফায় সারের দাম বাড়িয়েছে, তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে আর এখন কৃষক যখন ধান ঘরে তুলেছে তখন দাম নেই। আমরা মণপ্রতি ১৫০০ টাকা দাবি করলেও সরকার দাম নির্ধারণ করেছে ১২০০টাকা। কৃষক সে দামও পাচ্ছে না। বক্তৃাগণ সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সরকারের নিকট দাবি জানান। সেই সাথে আগামী বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি ও ভর্তুকি বাড়ানোরও দাবি জানান তারা।
সমাবেশের পূর্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad