Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:১৬

গাইবান্ধায় কিশোর-কিশোরীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

গাইবান্ধায় কিশোর-কিশোরীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ►

দৈহিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন । পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় কৈশোর কর্মসূচির আওতায় এসকেএস ফাউণ্ডেশন আজ সোমবার এই প্রতিযোগিতার আয়োজন করে।

মিনি ম্যারাথন প্রতিযোগিতাটি গাইবান্ধা শহরের ভিএইড মসজিদের সামনে থেকে যাত্রা শুরু করে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম হয়ে স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। গাইবান্ধা পৌরসভাসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১০০ কিশোর ও কিশোরী ম্যারাথনে অংশগ্রহণ করে।

প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে কিশোরীদের মধ্যে প্রথম হয়েছে পৌর এলাকার পূর্ব গোবিন্দপুর কিশোরী ক্লাবের রুবি খাতুন, দ্বিতীয় খোলাহাটি ইউনিয়ন কিসামত বালুয়া কিশোরী ক্লাবের আশা মনি এবং তৃতীয় হয়েছে পৌর এলাকার গোবিন্দপুর কিশোরী ক্লাবের আসমাউল হোসনা। কিশোরদের মধ্যে প্রথম হয়েছে বোয়ালী ইউনিয়ন রাধাকৃষ্ণপুর কিশোর ক্লাবের মনিরুজ্জামান প্রধান, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পৌর এলাকার গোবিন্দপুর ও মুন্সিপাড়া কিশোর ক্লাবের পারভেজ মিয়া ও তুষার মিয়া।

স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর মো. আবু বক্কর সিদ্দিক স্বপন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান ফারুক লিপ্টন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad