নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা শহরে ঈদের প্রধান জামায়াত পৌর ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সকাল ৮টায় এবং দ্বিতীয় নামাজ সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়া শহরের মডেল মসজিদ, এনএইচ মডার্ণ হাইস্কুল মাঠ, গোরস্থান জামে মসজিদ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগা মাঠ, রেল ষ্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিডকোম্পানীপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রীজ রোড আহলে হাদীস জামে মসজিদ, গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে ইমাম সমিতি সুত্রে জানা গেছে।
এদিকে ফুলছড়ি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ-উল আজহার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন, চাঁদপুর ফুলছোঁয়া বড় মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি জোবায়ের আহমাদ মাহমুদী।