Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১০-২০২৩, সময়ঃ রাত ০৭:৩১

গাইবান্ধায় আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক►

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গাইবান্ধায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সদস্যদের দায়িত্ব পালনে উজ্জীবিত করতে এমন সমাবেশের আয়োজন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।সমাবেশ উপলক্ষে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সূচনা করেন প্রধান অতিথি মাহাবুব আরা বেগম গিনিসহ অতিথিরা।

এই সমাবেশে জেলার সাত উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আড়াই শতাধিক সদস্য অংশ নেয়। তাদের মধ্যে কর্ম ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আনসার কমান্ডার, দলপতি ও দলনেত্রীসহ  বাহিনীর ২৪ সদস্যকে বাইসাইকেল ও ছাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী পুরস্কার দেয়া হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, সার্কেল অ্যাডজুট্যান্ট (অবঃ), বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক।এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেয় রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ বিভিএম,পিভিএমএস।এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মালিক খসরুসহ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad