নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টানা তৃতীয়দিনের মতো আজও (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দিনভর ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
শহরের পুরাতন জেলখানা মোড়, পার্কমোড়, ট্রাফিক মোড়, ডাকবাংলো মোড় ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কড়া রোদ উপেক্ষা করে ট্রাফিকের দায়িত্ব পালন করেন শিক্ষার্থী, সাধারণ জনতা এবং রোভার স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা ফুটপাতে হাঁটা, হেলমেট ব্যবহার করা, যানবাহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। ট্রাফি নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন। তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানান সবাই। অনেক স্বেচ্ছাসেবী সংঘঠনও শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে দেখা গেছে। সাধারণ মানুষ অনেকে শিক্ষার্থীদের জন্য খাবার পানি, বিস্কুট, মাথার ক্যাপ, দুপুরের খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
শহরের ট্রাফিক মোড়ে ডিবি রোডে দায়িত্বরত জেলা রোভার স্কাউটের লিডার মারুফুল হক বলেন, দেশটাতো আমাদেরই, কাজটাও তাই আমাদেরই করতে হবে। আমারা চাই যেন সব ঠিকঠাকভাবে হয়, সুন্দরভাবে চলে; এ জন্য আমরা কাজে নেমেছি। পুলিশ ভাইরা যতদিন না ফিরছেন, ততোদিন আমরা এ দায়িত্ব পালন করে যাবো। সাধারণ মানুষ আমাদের কাজে যথেষ্ট সাহায্য করছে।
শিক্ষার্থীদের এসব ভূমিকায় খুশি পথচারী ও যানবাহনের চালকেরাও। তারা জানান, পুলিশ নেই। শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। খুব বেশি যানজট তৈরি হচ্ছে না। রেলগেট এলাকায় মাসুদার রহমান নামে এক পথচারি বলেন, এটা একটা সুন্দর কাজ। শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানাই।