Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৮-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৯

গাইবান্ধার সাংবাদিক আবু জাফর সাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

গাইবান্ধার সাংবাদিক আবু জাফর সাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ (বৃহস্পতিবার, ২৯ আগস্ট)। ২০২১ সালের আজকের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘তুমি ছিলে তাই’ শিরোনামে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে গাইবান্ধা প্রেসক্লাব। জেলা শহরের কাচারি বাজারে প্রেসক্লাবের মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হবে। 

আবু জাফর সাবু ১৯৪৭ সালের ২৭ জুন বগুড়ার ভেলুরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রশিদ ও মাতার নাম লুৎফুননেছা। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। ছড়া কবিতা লিখে সুনাম অর্জন করেন। এর পাশাপাশি তিনি ১৯৬৯ সালে শুরু করেন সাংবাদিকতা। তিনি সবশেষ দৈনিক জনগণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইসঙ্গে গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad