Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২১

গাইবান্ধার মেয়ে নাজিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু

গাইবান্ধার মেয়ে নাজিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু

মাধুকর ডেস্ক ►

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি রাজেউন)। গাইবান্ধার মেয়ে নাজিয়া আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সবশেষ তিনি মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন। 

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুইদিন ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান। 

এদিকে, এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

নাজিয়া সুলতানা শহরের ভি এইড রোড নিবাসী গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা এস.এম. ওয়াহিদুজ্জামান মিনটু’র তৃতীয় কন্যা। তিনি ৩০তম বিসিএস এর কর্মকর্তা ছিলেন ও রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad