Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৫০

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল -এর সাথে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের পরিচয় তুলে ধরেন। এরপর গাইবান্ধার বিভিন্ন সমস্যা, সম্ভাবনাসহ উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরীফুল আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি প্রতিনিধি সরকার মো.শহিদুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, আরটিভির জেলা প্রতিনিধি ফেরদাউস জুয়েল, গেøাবাল টিভির জেলা প্রতিনিধি আতিক বাবু, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রওশন হাবীব, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, গাইবান্ধার জনগণের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। আগের মতো প্রতি সপ্তাহে দুই দিন গণশুনানীর কার্যক্রম চলমান রাখার কথা জানান তিনি। তিনি আরও বলেন, গাইবান্ধার সার্বিক উন্নয়নে সমন্বিত প্রয়াস দরকার। সেক্ষেত্রে সাংবাদিকদের ভ‚মিকা অপরিহার্য। প্রত্যেকের সহযোগিতা থাকলে কোনো কাজই পিছিয়ে থাকবে না। তিনি পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ^াস দেন।

উল্লেখ্য, গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি এর আগে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad