নিজস্ব প্রতিবেদক►
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধার ৩টি উপজেলাসহ (সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ) দেশের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
গাইবান্ধার তিন উপজেলার ৪১৮টি ভোটকেন্দ্রে আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।বিপরীতে এ তিন উপজেলায় ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬১৩ জন।
সকাল থেকে তিন উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। দু’একজন করে ভোট দিতে আসছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টিমসহ প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া তিন উপজেলায় ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন ।