Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৬-২০২৩, সময়ঃ সকাল ০৮:৫৫

গর্ভের যমজ শিশুর মৃত্যুর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

গর্ভের যমজ শিশুর মৃত্যুর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পঞ্চগড় সংবাদদাতা ►

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রসূতির গর্ভে যমজ দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার প্রসূতির পরিবারের প থেকে পঞ্চগড়ের সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। হিউম্যান কিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগের পরিপ্রেেিত মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলার তিস্তাপাড়া এলাকার মো. বাবলার স্ত্রী তাসমিন আকতারকে গত ১৪ জুন ওই কিনিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক হাসনাত তানজিলা তাঁর আলট্রাসনোগ্রাম করেন। তিনি রিপোর্ট দেন তাসমিনের গর্ভে সন্তানের অবস্থান ভালো। হাসনাত তানজিলা একটি ইনজেকশন প্রসূতির শরীরে পুশ করেন। তারপর থেকেই তাঁর জরায়ু থেকে পানি ও রক্ত ঝরতে থাকে। 

এ সময় ডা. তানজিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওষুধ লিখে দেওয়া হয়েছে এবং খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন আবারও ডা. তানজিলাকে ফোন করা হলে প্রসূতির স্বজনদের সঙ্গে তিনি উগ্র আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ১৬ জুন তাসনিমকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসক আলট্রাসনোগ্রাম করে জানতে পারেন তাঁর পেটে যমজ শিশু এবং পানিস্বল্পতায় তারা মারা গেছে। তাৎণিকভাবে তাসনিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পথে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নীলফামারীর ডোমার উপজেলা সদরের একটি বেসরকারি কিনিকে নিলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশুকে মৃত অবস্থায় বের করা হয়। তাসনিম সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বাবলা জানান, হিউম্যান কিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বহীনতা এবং ডা. তানজিলার ভুল চিকিৎসার কারণে গর্ভে শিশু দুটি মারা গেছে। এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে ওই কিনিকের মালিক আব্দুল কাদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী আমার এখানে এসে চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম করেন। পরে তাঁরা বাসায় ফিরে যান। এরপর কী হয়েছে জানি না।’

সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad