মাধুকর ডেস্ক ►
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার দিনগত রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত পৌনে ১ টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।