নিজস্ব প্রতিবেদক►
আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোট গ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া কড়া নিরাপত্তার মাধ্যমে আগামীকাল (রবিবার) ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততি নেয়া হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে।
গাইবান্ধার ৫টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পাটি ও জাসদসহ ১১টি দলের মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১১ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন এবং গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র ১০ জন এবং ৪ জন নারী প্রার্থী রয়েছেন।
গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই। গাইবান্ধায় ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন, নারী ভোটার ১০ লাখ ৪১ হাজার ১০৯ জন এবং হিজড়া ২১ জন রয়েছেন।
জেলার ৭ উপজেলার ৫টি আসনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৬৪৬টি এবং ভোট কক্ষ ৪ হাজার ৪২৩টি। এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন ১৩ হাজার ৯১৫ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার।
এছাড়া আনসার ও পুলিশ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। অপরদিকে বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী ষ্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন। এছাড়াও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা কাজ করবেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এক টানা ভোট গ্রহন চলবে।