Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৭-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩৩

কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক

মাধুকর ডেস্ক►

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহদের স্মরণে আগামীকাল (মঙ্গলবার, ৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। 

আজ (সোমবার, ২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিসভায় বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে সহিংসতার ঘটনায় ১৫০ জনের নিহতের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে এ সময় এ বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করে আগামীকাল দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামীকাল রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া ও মন্দির, গির্জা এবং প্যাগোডায় প্রার্থনা করা হবে।’

এক রিট মামলার প্রেক্ষিতে হাইকোর্ট গত ৫ জুন ২০১৮ সালের জারি করা পরিপত্র বাতিল করে কোটা ফিরিয়ে আনার রায় দেয়। এর পরই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রাজপথে নামে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad