নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া মোহাম্মদ আলী ইউনাইটেড একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীণবরণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সাইদুর রহমান সরকার (ছোটো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল বিন ওয়াহেদ (ফিরোজ)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ফুলছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রহমান, মোছা: লাকী বেগম ও প্রধান শিক্ষক রায়হান সরকার প্রমুখ।