Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭

ওয়াশ অধিকার আদায়ে নারীর নেতৃত্ব ও পেশাদারিত্ব বিষয়ক ওরিয়েন্টেশন

ওয়াশ অধিকার আদায়ে নারীর নেতৃত্ব ও পেশাদারিত্ব বিষয়ক ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক ► ►

পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (WASH) অধিকার আদায়ে নারীর নেতৃত্ব ও পেশাদারিত্ব বিষয়ক ওরিয়েন্টেশন দিয়েছে এসকেএস ফাউণ্ডেশন। আজ মঙ্গলবার এসকেএস ফাউণ্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গাইবান্ধা পৌর এলাকার ২৯ জন নারী নেত্রীকে ওরিয়ন্টেশন দেয়া হয়।

ওরিয়েন্টেশনের উদ্বোধন করে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার জন্য নারীদের প্রস্তুতি নিতে হবে। এরজন্য নারীদের আধুনিক ধ্যান-ধারণা পোষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। নগরব্যাপী অন্তভূক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা (CWIS) আধুনিক চিন্তা ও প্রযুক্তি। এই আধুনিক চিন্তা ও প্রযুক্তির সাথে শহরের নারী নেত্রীরা পরিচিত হলে সকলেই এর সুবিধা পাবে।”

ওরিয়েন্টেশনে Freshwater Action Network South Asia Bangladesh (FANSA-BD) –এর তত্ত্বাবধানে ও এসকেএস ফাউণ্ডেশনের বাস্তবায়নে Rising for Rights for Strengthening Civil Society Networks in South Asia to Achieve SDG 6” প্রকল্পের উদ্দেশ্য নারী নেত্রীদের অবগত করা হয়।

নগরব্যাপী অন্তভূক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা (CWIS) এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা (SMSS) নিশ্চিত করার জন্য নারীর অংশগ্রহণের পাশাপাশি নারীর নেতৃত্ব এবং পেশাদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ বলে শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন এসকেএস ফাউণ্ডেশনের পরিচালক প্রোগ্রামস সাইফুল আলম।

ওরিয়েন্টেশনে অংশ নেওয়া নারী নেত্রীর মধ্যে ছিলেন পৌরসভার ওয়ার্ড কমিটির নারী সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেত্রীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad