Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৯

এসকেএসের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল গাইবান্ধার ৩৯ দরিদ্র মেধাবী শিক্ষার্থী

এসকেএসের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল গাইবান্ধার ৩৯ দরিদ্র মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক►

এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের সহযোগিতায় গাইবান্ধার ৩৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) দুপুরে এসকেএস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

২০২২ সালে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত ১৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রথম দফায় এবং দ্বাদশ শ্রেনিতে অধ্যয়নরত ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়। প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৩৯ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।

এসকেএস ফাউণ্ডেশনের পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির মাইক্রোফিন্যান্সের পরিচালক ইমরান কবির, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল ইসলাম।

সাঘাটার মুক্তিনগর ইউনিয়নের শিক্ষার্থী মনিরা রহমান আনুশকা বলেন, আসলে এইচএসসির কোচিং-প্রাইভেট পড়ার জন্য টাকা ছিল না। অনিশ্চয়তায় ছিল এইচএসসির প্রস্তুতি। এ শিক্ষাবৃত্তির টাকা আমার পড়াশোনার জন্য খুব প্রয়োজন ছিল। এজন্য এসকেএস ফাউণ্ডেশনকে ধন্যবাদ।

বোনারপাড়া সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাগর বলেন, আমি এই প্রথম শিক্ষাবৃত্তির চেক পেলাম এসকেএস ফাউণ্ডেশন থেকে। খুব আনন্দ লাগছে। আমার বেশকিছু বই কেনা হয়নি। বৃত্তির এই টাকা দিয়ে বই কিনব। 

অচীন্ত কুমার রায় নামে এক অভিভাবক বলেন, এসকেএস ফাউণ্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী আছে যারা আর্থিক কারণে ঝড়ে পড়ছে। এমন সময় এসকেএস ফাউণ্ডেশনের পাশে দাড়ানোতে এমন শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমি আশা করবো দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য এসকেএস ফাউণ্ডেশন আরও বেশি বেশি শিক্ষার্থীর মাঝে এ কার্যক্রম অব্যাহত রাখবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, ২০০৯ সাল থেকে এই উদ্যোগটি এসকেএস ফাউণ্ডেশন পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় আমরা করছি। দরিদ্র মেধাবী শিক্ষার্থী বিশেষ করে যারা এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, কিন্তু লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো তাদের সামর্থ্য কম সেই পরিবারগুলোকে আমরা যাচাই-বাছাই করে তাদের শিক্ষাবৃত্তি প্রদান করি। প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে গাইবান্ধার সাত উপজেলার কলেজ পড়ুয়া ৩৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আমরা ১২ হাজার টাকার চেক প্রদান করছি। এই শিক্ষাবৃত্তির উদ্দেশ্য হলো দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝড়ে না পড়ে এবং উচ্চ শিক্ষায় তাদের উৎসাহিত করতে এমন উদ্যোগ।

তিনি আরও বলেন, এ পর্যন্ত এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে উত্তরাঞ্চলের প্রায় দেড় হাজার দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে দেড় কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad