নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় আজ (রবিবার, ২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। এ কারণে প্রতিদিনই প্রায় কারফিউ শিথিলের সময় বাড়ছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গাইবান্ধাসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে গত শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।