Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:১১

আজ গাইবান্ধায় আসছেন হুইপ গিনি 

আজ গাইবান্ধায় আসছেন হুইপ গিনি 

নিজস্ব প্রতিবেদক ►

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি আজ ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দশদিনের সরকারি সফরে গাইবান্ধায় আসছেন। জাতীয় সংসদ সচিবালয়ের হুইপ মাহাবুব আরা বেগম গিনির দপ্তর থেকে পাঠানো সফরসূচিতে এ তথ্য জানানো হয়। গাইবান্ধায় অবস্থানকালিন হুইপ গিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন হুইপের একান্ত সচিব মো: আব্দুর রাফিউল আলম।

১৩ জুলাই সকাল ১১টায় সদর উপজেলার কামারজানি বন্দরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তাবায়িত উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় (কামারজানি ও মোল্লারচর) ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করবেন।

১৫ জুলাই সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার আয়োজিত ‘আলোকিত নারী অ্যাওয়ার্ড’ প্রদান এবং ১৬ জুলাই পূর্বপাড়া পুরাতন টিন্ডটি মাঠে বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ‘গবাদী প্রাণির স্বাস্থ্য ও সচেতনতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad