Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত 

 আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক ►

শত সংগ্রামে অজস্র গৌরবে ¯œার্ট বাংলাদেশ গড়ার  প্রত্যয়ে ৭৪ বছর আওয়ামীলীগের  ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়্ ামাহফিল, কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, রণজিত বকসী সূর্য্য, অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মতলুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান শাহ সারোয়ার কবীর, তানজিমুল ইসলাম জামিল, মোশাররফ হোসেন দুলাল, অ্যাড. মহিবুল হক মোহন, অ্যাড. আবু হেনা আব্দুল্লাহ কনক, মো. রেজাউল করিম রেজা, আশরাফ সিদ্দিক সিজার, শাহ আহসান হাবিব রাজিব, মাহমুদা বেগম পারুল, আব্দুল লতিফ আকন্দ, খায়রুল ইসলাম, ফারজানা আক্তার শিমুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা-উপজেলা আ.লীগ ও যুব লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 


বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যেমে এ দেশের মানুষের গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ভোট ও ভাতের অধিকার কায়েম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

তারা বলেন, বিএনপি ও জামায়াতের দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টি করছে। নির্বাচন এলেই বিএনপি-জামাতের ষড়যন্ত্র শুরু হয়। শান্তিপূর্ণ দেশকে অশান্ত করার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র করছে। তারা আরও বলেন, আবার আন্দোলনের নামে জ্বালাও পোড়াও মানুষ পুড়ে হত্যা করলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে। 

এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রদক্ষিণ করে শেষে পতাকা উত্তোলন করে।   আলোচনা সভা শেষে ’৭৫ এর ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ  সকল শহীদের স্মরনে আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad