শাহজাহান আলী মনন, সৈয়দপুর ►
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে এবং প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার (২১ জুন) শহরের রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ-সম্পাদক, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক।
কর্মীসভায় সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মহসিনুল হক, সহ-সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলু, পৌর সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে কেমন উন্নয়ন হয়েছে তা এলাকার যে কোন মানুষকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। কারণ বিএনপি-জামাত আর সেনাবাহিনী থেকে আগত স্বৈরশাসকদের আমলে দেশ কেমন ছিল আর এখন জনগণের জীবনমান কতটা উন্নত হয়েছে তা প্রতিটা লোক জানে। আওয়ামীলীগ দলের বা নেতাকর্মীর নয় সমগ্র দেশের জন্য কাজ করেছে। যেকারণে এর সুফল সমভাবে পুরো দেশবাসী পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই দেশকে বিকিয়ে জনগণকে বিপদে ফেলে বিদেশীদের সুযোগ দিবেনা। তাই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমেরিকাসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি উঠেপড়ে লেগেছে আমাদেরকে কোণঠাসা করতে। দেশ বিরোধী চক্র তাদের সাথে সুর মিলিয়ে যতই দূরভিসন্ধী করুক সফল হবেনা। কারণ দেশের আপামর দেশপ্রেমিক জনতা সবসময়ই আওয়ামীলীগের সাথে আছে। তারা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। প্রধান দেশের প্রতি অকুতোভয় দৃঢ়তা আর অভুতপূর্ব উন্নয়নের মাধ্যমেই এই ভরসা অর্জন সম্ভব হয়েছে।
তাই আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং আওয়ামীলীগ আবারও সরকার গঠন করবে। এটা বুঝতে পেরেই উচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত খালেদা তারেকের অনুসারীরা নির্বাচন বানচাল করতে অপতৎপরতা চালাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। নয়তো দেশের অগ্রগতি থমকে যাবে। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে।
সভাপতি মোখছেদুল মোমিন বলেন, এখন থেকে বিএনপি কে একতরফাভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যেচার করার জন্য আর কোন কর্মসূচী পালন করতে দেয়া হবেনা। সৈয়দপুর থেকেই এই প্রতিরোধ শুরু করা হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রতিটি পাড়ামহল্লা চষে বেড়িয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেছি। সৈয়দপুরের ৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩০০ জনকে নিয়ে কমিটি করেছি। পৌরসভার কাজও চলমান। এছাড়া নতুন সদস্য সংগ্রহ করাসহ আওয়ামীলীগ পরিবারের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরী করছি। যা ভবিষ্যৎ স্মৃতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে থাকবে। এজন্য সকলের সহযোগীতা চান তিনি।