সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি►
দোকানে গেলে ১০০ টাকা ফি চায়। এ নিয়ে অনেক যায়গায় ঘুরেছি। স্বামী মারা গেছে অনেক আগে। আমরা গরীব মানুষ। ভাতার আবেদন কিভাবে করবো তাও জানি না। কেউ গুরুত্বও দেয় না। পরে একজনের কাছে খবর পেয়ে এই ছেলেগুলোর কাছে এলে তারা এক টাকা না নিয়েই আবেদন করে দিসে। আল্লাহ তাদের ভালো করুক। কথাগুলো বলছিলেন গোলাহাট এলাকার বিধবা রোকশানা (৫৮)। একই কথা বলেন বৃদ্ধা সাবেরা, মান্নান, গুড়িয়াসহ আবেদন করতে আসা বেশ কয়েকজন।
এভাবে নীলফামারীর সৈয়দপুরে বয়স্ক, বিধবাদের মানবিক দিক বিবেচনা করে বিনামূল্যে আবেদন করে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আমাদের প্রিয় সৈয়দপুর'।শনিবার (১৯ আগস্ট) থেকে ম্যাসব্যাপি চলবে তাদরে বিনামূল্যে আবেদন পুরণের ওই কর্মসূচী। এতে দলে দলে বৃদ্ধা, বিধবারা ওই সংগঠনের কাছ থেকে বিনামূল্যে প্রতিদিন সেবা পাচ্ছেন। সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও স্বামী পরিত্যাক্তা নারীরা ওই সংগঠনের কাছ থেকে বিনামূল্যে আবেদন করতে পারবেন।
সংগঠনের এসরার আনসারী জানান, আমরা এসব অসহায় বৃদ্ধাদের মানবিক দিক বিবেচনা করে নিজস্ব ল্যাপটপ, প্রিন্টার, ইন্টারনেট খরচ করে বিনামূল্যে অনলাইনে আবেদন করে দিচ্ছি। ফরম পূরনের পর কি করতে হবে, কোথায় কার কাছে সই স্বাক্ষর নিতে হবে, সেটাও করে দিচ্ছি আমরা। যাতে অসহায় এসব বৃদ্ধাদের ভোগান্তি না হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পুরনের ওই কার্যক্রম। সামাজিক সুরক্ষা কর্মসূচীর অধীনে বাদপড়া সকল অসহায় বিধবা ও বয়স্কদের ভাতা প্রদান করা হবে। শতভাগ কার্যক্রম সফল করার ক্ষেত্রে যে কোন স্বেচ্ছা সেবী সংগঠন বা ব্যক্তি সহযোগীতা করলে তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটাকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, বয়স্ক বৃদ্ধা, বিধবা বা স্বামী পরিত্যাক্তা এরুপ প্রকৃতদের অবশ্যই ভাতার আওতায় আনা হবে। আর বিনামূল্যে যে সংগঠন ফরম পুরণে এ কাজ করে দিচ্ছে তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার হকদার। এই ধরণের কার্যক্রমই মূলত সামাজিক ও সেবামুলক কাজ।