• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২৬
  • ৩০ বার দেখা হয়েছে

সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা সরব, ভোটাররা নীরব

সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা সরব, ভোটাররা নীরব

জয়নুল আবেদীন, সাঘাটা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাাচনের দিন-ক্ষণ ঘনিয়ে আসলেও জমছে না ভোটের মাঠ । প্রার্থীরা ভোটের মাঠে সরব থাকলেও ভোটাররা রয়েছে এখনও নীরব । 

ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটুকে চেয়ারম্যান নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে এ উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে ২ জন সংরক্ষিত মহিলা পদে ও ৯ জন সাধারণ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রয়েছেন। তারা ভোট প্রার্থনায় রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিরুতসাহিত ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ যোগানোর চেষ্টা করছেন।   

এ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পদুমশহর মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা বেগম ও সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়াম্যান নাজনীন বেগম। 

এছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- গাইবান্ধা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মিলন সরকার (বই মার্কা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান (তালা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি আমির হোসেন (বাল্ব), জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী (গ্যাস সিলিন্ডর), সাঘাটা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহজাহান আলী (টিউবওয়েল), সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যাপক এ কে এম মমিতুল হক সরকার (চশমা) , আওয়ামী লীগের সমর্থক এটিএম সাখাওয়াত হোসেন রুবেল (মাইক) , আওয়ামী লীগের সমর্থক আব্দুল মজিদ (টিয়া পাখি) ও আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল হোসেন ( উরোজাহাজ)। 

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সবধরণের প্রস্তুতি গ্রহন করেছে সংশ্লিষ্টি কর্মকর্তারা। নির্বাচনের দিন-ক্ষন ঘনিয়ে আসায় প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটেবাজারে-পথে-ঘাটে গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন ভাবে ভোট প্রার্থনা করছেন। কিন্তু ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। সাধারণ ভোটাররা প্রার্থীদের ভোটপ্রার্থনার প্রতি গুরুত্বই দিচ্ছেন না। 

অনেকেই বলছেন বিনা-প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধু ভাইস ভাইস চেয়ারম্যানের ভোট দেয়ার তেমন একটা আগ্রহ নেই। ফলে প্রার্থীরা ভোটাদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন। প্রার্থীরা নিরুৎসাহিত ভোটারদেরকে ৮ মে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার জন্য  নানাভাবে উৎসাহ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়