• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৪-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৫
  • ৪৩ বার দেখা হয়েছে

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাধুকর ডেস্ক►

আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সে হিসেবে আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হবে ১৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারছেন ভ্রমণ প্রত্যাশীরা। শতভাগ টিকিট অনলাইনে দুই শিফটে বিক্রি করা হবে। 

বুধবার সকাল ৮টায় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে।

সূচি অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে আজ ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়