Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৯-২০২৪, সময়ঃ দুপুর ১২:৫৬
  • ৫৭ বার দেখা হয়েছে

বিকেলে গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

বিকেলে গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক►

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) গাইবান্ধায় মতবিনিময় সভা করবে সংগঠনটি। 

শহরের স্বাধীনতা প্রাঙ্গনে বিকেল ৩টায় এ সভা শুরু হবে। গণঅভ্যুত্থানের শরিক ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সমন্বয়ক ফিহাদুর রহমান দিবস। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমন্বয়কদের একটি দল গাইবান্ধা জেলায় আসবে। সভাটি বিকেল ৩টায় স্বাধীনতা প্রাঙ্গনে শুরু হবে। তারা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং আহতদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এছাড়াও নিহত দীপ্তর পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন তারা। 

সংবাদ সম্মেলনে জেলা সমন্বয়ক রবিউল হাসান রাহিদ, জাকারিয়া হোসেন, রিপন আহমেদ, মিনহাজুল আবেদিন মাধুর্য্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad