Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৮-২০২৪, সময়ঃ রাত ০৮:৩৬
  • ৭৭ বার দেখা হয়েছে

গাইবান্ধায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

গাইবান্ধায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক►

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গাইবান্ধা জেলার চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করেছে প্রশাসন। 

আজ (বুধবার, ৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর রাজু আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম সরকার, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মুফতি আব্দুল বাছেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ওমর সানী আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা সভাপতি খন্দকার জাকারিয়া ইসলাম জীম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনুস আলী দুখু এবং জেলা শহরের বড় মসজিদের ইমাম মাহমুল হাসান প্রমুখ।

সভায় সকলেই যার যার অবস্থান থেকে জেলায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাইবান্ধা জেলা জুড়ে হামলা, ভাঙচুর, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad