• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১০

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দেয়ার বিকল্প নাই”



মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বর্তমান ডিজিটাল বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে উন্নীত করতে আবারও নৌকায় ভোট দেয়ার কোনো বিকল্প নাই। এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-মাঠ-ঘাটসহ প্রত্যন্ত অঞ্চলে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

এই কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক এবং মহিমাগঞ্জ বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ প্রধান বলেন, এখন সবাই জানেন ও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আপনারা অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে আমরা একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবো ইনশাল্লাহ।

মহিমাগঞ্জ বাজারে গনসংযোগ শেষে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের বাজার রিক্সাস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম হিরু, রাজু সরকার, কপিরুল ইসলাম রানা প্রমুখ।