- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৭-২০২৩, সময়ঃ দুপুর ০২:১০
“বলাকার পাখা দিয়ে” গানের বইয়ের মোড়ক উন্মাচন
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
নিভৃতচারী লেখক, গীতিকার ও অবসর প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদ মিঞার “বলাকার পাখা দিয়ে” আধুনিক বাংলা গানের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সুন্দরগঞ্জ পৌরসভা মিলনায়তনে সুপ্রকাশ সাহিত্য সংসদের আয়োজনে বুধবার বিকালে বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সঞ্জয় সরকারের সভাপতিত্বে লেখক ও সংগঠক কঙ্কন সরকারের সঞ্চালনায় কথা বলেন বই লেখক মো: আব্দুস সামাদ মিঞা, লেখক ও গবেষক ড. শফিউল ইসলাম ভূঁইয়া, উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, সাংবাদিক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, গল্পকার হাসান রোকন, উত্তরণ পাঠাগার সংগঠক আরিফুর রহমান আরিফ, কুশল রায়, এরশাদুল আলম, সুকুমার রায়, জামান রাজিব। গান পরিবেশন করেন শিল্পী বিশ্বানাথ দাস, পূর্ণিমা দাস, পারমিতা রায় ছোঁয়া। ছড়া পাঠ করেন অরবিন্দ মোদক, কণা।