• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-২-২০২৪, সময়ঃ রাত ০৯:২৪

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র গাইবান্ধায় উন্মুক্ত প্রদর্শন



নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র গাইবান্ধায় উন্মুক্ত প্রদর্শন করা হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সিনেমাটি দেখানো হয়। 

দেশব্যাপী প্রদর্শন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এ আয়োজন করে। এতে সার্বিকভাবে সহযোগিতা করে জেলা তথ্য অফিস গাইবান্ধা।

জেলা তথ্য অফিসার মো. আব্দুল আলীম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের দেশব্যাপী ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে প্রথম প্রদর্শনী হলো। দ্বিতীয় এবং শেষ প্রদর্শনী আজ (রবিবার) সন্ধ্যায় সাদুল্লাপুরে অনুষ্ঠিত হবে। সিনেমা প্রদর্শনীর জন্য আমরা আগে থেকেই মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়েছি।

বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। ২০২৩ সালের ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পায় সিনেমাটি।