- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০০
‘গাইবান্ধায় বিতর্কিত প্রিপেইড মিটার সংযোগ দিতে দেওয়া হবে না’
নিজস্ব প্রতিবেদক►
পতিত সরকারের বিতর্কিত প্রিপেইড মিটার সংযোগ গাইবান্ধার কোথাও দিতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন গ্রাহকরা।
আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হবেন বলে প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) দুপুরে মানববন্ধন করেন গ্রাহকরা।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির’ ব্যানারে এই মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে বিদ্যুৎ গ্রাহকরা প্রিপ্রেইড মিটার প্রত্যাখান করেছেন। গাইবান্ধায় প্রিপ্রেইড মিটার লাগানোর চেষ্টা চলছে। এই মিটার লাগালে গাইবান্ধায় প্রতি বছর কোটি কোটি টাকা লুট হবে। গ্রাহকরা নিজেদের টাকা লুট হতে দিতে পারেন না। আগামী দুই দিনের মধ্যে প্রিপ্রেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিল না হলে ২৯ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করা হবে। ওইদিন বেলা ১১টায় ডিভিশন ১ নং কার্যালয়ের সামনে অবস্থান করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা মঞ্জুর আলম মিঠু, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পাটির ফিরোজ আহমেদ, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সদস্য আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, ঋষিকেষ, আবুল কাশেম প্রমুখ।