• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

৮ কেজি গাজাসহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার



সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটায় ৮ কেজি গাজাসহ দুই জনকে মাদক ব্যবস্যায়ী গ্রেফতার করেছে পুলিশ । আজ শনিবার ভোর রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাছগড়গরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ীতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক (৩৫) সামছুদ্দিন মন্ডল (৪০) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু ইসলাম।

সাঘাটা থানার এস আই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের পাছগড় গড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ী থেকে ৮ কেজি গাজা ও গাজা পরিমাপের জন্য ওয়ৈট মেশিন ও গাজা ব্যবস্যায় ব্যবস্যা কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসময় আব্দুর রাজ্জাক (৩৫) সামছুদ্দিন মন্ডল (৪০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামীদ্বয়কে শরিবার দুপুরে গাইবান্ধা জেলা আদালতের প্রেরন করা হয়েছে।