- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৮
৭ বছরের শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, মামাতো ভাই আটক
পঞ্চগড় প্রতিনিধি ►
পঞ্চগড়ের দেবীগঞ্জে সাত বছরের শিশুকে হত্যার অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় একটি ভুট্টাতে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
আটক কিশোর নিহত শিশুর মামাতো ভাই। সে একই উপজেলার দন্ডপাল ইউনিয়নের শ্মশানকালী এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ঢাকার একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র ওই কিশোর পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনে এসে পাশের ইউনিয়নে মামার বাড়িতে বেড়াতে যায়। বুধবার রাত ১০টার দিকে সাত বছরের মামাতো বোনকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি ভুট্টা েেত নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এসময় শিশুটির চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে গলা টিপে হত্যা করে ওই কিশোর।
বুধবার রাতেই নিহত শিশুর সুরতহাল করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, প্রাথমিক সুরতহালে নিহত শিশুটির গলায় ও মুখে দাগ দেখা গেছে। শরীরের বিভিন্ন অংশেও দাগ রয়েছে। ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে শিশুটির মামাতো ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের প থেকে মামলার প্রস্তুতি চলছে।