- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-২-২০২৪, সময়ঃ সকাল ১০:৫৪
৫ লাখ টাকার বাইকে আগুন, ভিডিও থেকে আয় ২২ হাজার
মাধুকর ডেস্ক►
ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে মামলা দিয়েছে- এমন অভিযোগ এনে নিজের ৫ লাখ টাকার মোটরসাইকেলে আগুন দেয় রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ। মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য ভিডিও ধারণ করে সেটি ভাইরাল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ বলেন, নিজের পাঁচ লাখ টাকার মোটরসাইকেল পুড়িয়ে সেই দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি ২০০ ডলার (প্রায় ২২ হাজার টাকা) আয় করেন। রাসেলকে কয়েকদিন আগে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বর্তমানে সে কারাগারে রয়েছেন।
‘ভাইরাল হওয়ার জন্য’ রাসেল এটা করেছেন দাবি করে হারুন অর রশীদ বলেন, সে প্রায়ই মামলার ওই স্লিপ মানুষকে দেখাচ্ছে। এতে আমি মনে করি, একটি আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের বিরুদ্ধে দোষারোপ ছড়াচ্ছে এবং একটি উচ্ছৃঙ্খল ও হটকারী সিদ্ধান্ত।
রাসেল জুয়ার সাইটকে প্রমোট করেন জানিয়ে তিনি বলেন, সে যেনতেনভাবে ভাইরাল হতে চায়। ভিউয়ার বাড়াতে চায়। ১০ লাখ যখন তার ভিউয়ার পারে তখন জুয়ার সাইটের বিজ্ঞাপন পাবে। সে অলরেডি অনেকগুলো জুয়ার সাইট খুলেছে।
রাসেল ২০২০ সালে এইচএসসি পাস করার পরে আর পড়াশোনা করেননি জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, মাঝে কিছু সময় ভারতে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে নিজেকে ‘জুনিয়র টাইগার শ্রফ’ পরিচয় দিতেন। তিনি মোটরসাইকেলের বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তেন।