- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-১-২০২৪, সময়ঃ রাত ০৭:০৭
২৩ প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাদুল্লাপুরে বিজ্ঞান মেলা শুরু
সাদুল্লাপুর প্রতিনিধি►
সাদুল্লাপুরে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সাদুল্লাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাওছার হাবীব আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। মেলায় ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ভিত্তিক ২৩টি প্রদর্শনী স্টল রয়েছে।