- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৪
২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ফুলছড়িতে প্রস্তুতি সভা
আমিনুল হক, ফুলছড়ি►
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা মৎস অফিসার আঁখি সরকার, ফুলছড়ি থানার সেকেন্ড অফিসার আয়নাল, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামাতের আমীর অধ্যাক্ষ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম, সহ ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় সুশৃঙ্খল থাকার জন্য আহবান জানান বক্তারা। তাছাড়া উপজেলা সহ সকল ইউনিয়নে শৃঙ্খলা বজায় রেখে সঠিকভাবে দিবসটি উদযাপনের জন্য সকলের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।