• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৬

২য় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরুস্কার বিতরণ



ক্রীড়া প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে " ২য় বিভাগ ক্রিকেট লীগ বুধবার বিকাল ৪টায় গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলা শেষে  পুরুস্কার বিতরণ করেন সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা। অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম রিটন, ক্রিকেট উপ-পরিষদ সম্পাদক ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য বেনজির আহম্মেদ, গোলাম মারুফ মনা, আ,স,ম. রেজাউন্নবী রাজু, মাসুদুল হক মাসুদ প্রমুখ। এই লীগে মোট ২০টি দল অংশগ্রহণ করে।

আজকের সমাপনী খেলায় চৌকষ স্পোটিং ক্লাব- ৬ উইকেটে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা কে পরাজিত করে লীগে চ্যাম্পিয়ন হয়।প্রথমে ব্যাট করতে নেমে মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা দল ১৮.৪ ওভারে ১০ ইউকেট হারিয়ে মোট  ১১৮ রান করে। জবাবে চৌকষ স্পোটিং ক্লাব দল ১৯ ওভারে ৪ ইউকেট হারিয়ে মোট  ১২৩ রান করে। ম্যান অবদা ম্যাচ: চৌকষ স্পোটিং ক্লাবের- সাগর- ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন।

সেরা ব্যাটস্ম্যান- ইয়ং প্যাগাসাস ক্লাবের আরাফাত-৩৫৫ রান। সেরা বোলার- চৌকষ স্পোটিং ক্লাবের সাগর- ১৬ উইকেট।
অলরাউন্ডার- মুন্সিপাড়া ক্রীড়া চক্রের সুইম- ১২৮ রান ও ১১ উইকেট। খেলা পরিচালনা করেন আম্পায়ারঃ নাজমুল ও প্রবাল।